হৃদয়ে যে দাগ তা মুছিবি কী করে?
জনমের সাধনায় মেনেছি বিরহ;
পারিস এবার যেতে বহুদূরে সরে
মানিয়ে নিতে শিখেছি জীবনের দহ।
উড়ন্ত পাখি বুঝে কী বন্ধনের প্রেম?
ঘর ছাড়ার স্বভাব অন্তরেতে পুষে;
মূল্যহীন যার কাছে শেকলের হেম,
সুযোগে দেয় উড়াল স্বভাবের দোষে।
অনীহা বাঁধিতে ঘর বুঝিনি তাহার!
পারিনি'তো ছুঁতে তাই উড়ুউড়ু মন ;
ব্যার্থতার দায় সবি একান্ত আমার,
তবু ভালোবাসা মোর অমূল্য রতন।
কষ্টটুকু কিনেছি যে অতি ভালোবেসে,
হৃদয়ের দাগ তাই নিয়েছি গো হেসে।