হয়তো আমি একটু বেশিই নজরে রাখি
আড়াল করতে চাইনি কখনো নিজের হতে,
নিত্য নতুন বাহানায় থাকতে চেয়েছি তোমার কাছাকাছি,
হতেই পারে তোমার কাছে এ আমার স্বেচ্ছাচারিতা!
যতটুকু সময় ছিলে কাছে বুঝেছো কী কখনো?
আমার এই পাগলামো সে ছিলো কী শুধুই খামখেয়ালী?
অন্য কিছু দেখতে পাওনি তুমি?
বুঝনি তুমি? তুমি-
মুহুর্তকাল আড়াল হলে কেন বাড়ে হৃদয়ের অস্থিরতা?
যদি জান,
আমার ব্যকুলতা শুধুই তোমাকে পাবার
কেন আর দূরে থাকা? হাতটা বাড়াও-
চলো হাঁটি দুজনায় অনন্ত এ পথে নিবিড় মৌনতায়
ভুলিয়ে দিও ওগো আমার এ মনের বিরহ ব্যথা।