আর কতো রক্ত নিবে ওগো বঙ্গভূমি,
এতো নিলে প্রাণ সাধ তবুও মিটেনি;
রক্ত নেশায় দেখেছি চিরকাল তুমি,
আপন সন্তানে বলি বিবেকে বাঁধেনি।
মূঢ় অন্ধত্ব করিছো আজন্ম বরণ,
কালে কালে বাঁধিয়েছো হাঙ্গামা জবর;
উল্লাসে তুমি মেতেছো মৃত্যু অগণন,
নির্মমতায় গড়িছো পাষাণ অন্তর।
মৃত্যু মৃত্যু এ খেলায় মরে অসহায়,
স্বজন হারা ব্যথায় উচাটন মন;
দুখিনী মায়ের বুক ভাসিছে কান্নায়;
সন্তান শোকে জননী পুড়ে আমরণ।
বন্ধ করো'গো এবার মৃত্যুর এ খেলা,
প্রীতিময় হোক আজ জীবনের বেলা।