চিরতরে যাই দূরে
এই যদি তোর মনে
ছিলো অভিলাষ,
ছিলো যদি মনে এই
এলে তবে কেন কাছে
ভাঙিতে বিশ্বাস;
বলেছিলে অনুনয়ে
ছাড়িবেনা হাত দুটি
ছিলো যে আশ্বাস,
বাঁধার দেয়াল যতো
চুর্ণ করি সব, ল'বে
তবেই নিঃশ্বাস।
কোন খেয়ালে বলিবে
ওগো কেন এত ভালো
আমায় বাসিতে,
পাই না'গো ভেবে কোন
মায়া ছিল লুকায়িত
স্নিগ্ধ ও হাসিতে;
মনে পড়ে ওগো সাথি
কত ভীতি বুকে নিয়ে
মিলিত হতাম,
আজো ভাবি একা মনে
হারানো সে দিন যদি
ফিরিয়া পেতাম।
আজো সেই বাটে বসি
চেয়ে থাকি দিবানিশি
আসিবে আবার,
মিষ্টি হেসে কাছে এসে
ভুলাবে যাতনা যতো
হৃদয়ে আমার;
কত পথি গেলো এলো
পেরোলো বুকের জমি
আসিলেনা আর,
বিষাদের বুকে তাই
জমা পড়ে রয়ে গেলো
শুধু হাহাকার।
ভাবিনি'তো কোনদিন
ছিঁড়িবে স্মৃতির মালা
পাষাণ মননে,
ছল করে কাছে এনে
পুড়ালে মন আমার
বিষাদ দহনে।