পলক দেখাতে পুলকিত মন
তার লাগি হৃদ উচাটন,
সদা লাজ সদা হাস্য বদন
হৃদয়ে জাগায় শিহরণ।

টুকটুকে তার গোলাবি অধরে
মিষ্টি মধুর হাসি ফোটে,
আঁচল মাথার লাজ রাঙা মুখ
দ্যাখতে পরান যায় ছুটে।

সেই থেকে তার ছুটছি পেছন
হৃদয়ে প্রেমের বহে ঢেউ,
সেই জানে আর শুধু জানি আমি
জানেনা অন্য আর কেউ।