করিছো অসীম দান ওগো দয়াময়,
শুধু করেছি গ্রহণ বড়ো অকৃতজ্ঞ;
ন্যায্যতা ভেবে করেছি সবি অপচয়
বুঝিনি মাহাত্ম্য তার থেকেছি যে অজ্ঞ।
বিশাল ধরার মাঝে আমি যে অধম;
ব্যাপ্তি তোমার দ্যাখি চারিদিকে রয়
পূজনীয় ওগো প্রভু প্রাণের পরম।
ক্ষমা করো অপরাধ তুমি মায়াময়।
তোমারেই স্মরি প্রভু দিবস যামিনী;
অন্তরে বাসনা সদা তোমার প্রণয়,
শরণাগত আমি যে অধীর মালিনী।
দিয়ো দ্যাখা অধমেরে অন্তিম সময়।
বিশ্ব নিখিল তোমারি গায় গুণগান,
তোমার নুরে পাথর পায় ফিরে প্রাণ।