ধর্মের কথা যদি বলি বলেছেন মুহাম্মদ,(সাঃ)
আসিবে বিজয় পুনঃপুন তার হইবে না'কো রদ।
কালে কালে যেথা জুলুমের রাজ পেয়েছে স্পষ্টতা,
প্রতিটি জাতিই বুঝিছে কলেমার-ই বলিষ্ঠতা।
নমরুদ কিবা ফেরাউন কারো রয় না উঁচু শির,
দাম্ভিকতাকে বিদীর্ণ করেছে কলেমার তির।
কৌশলে নেমেছো মুসলিম নিধনে তারে করো দোষী,
মিথ্যে অপবাদে মুসলিমের নিচ্ছো লহু শুষি।
চায় না যুদ্ধ বিগ্রহ নীতি বর্জিত যে জাতি,
তাদেরি রক্তে রাঙায়েছো হাত ঘৃণ্য তব জাতি।
ভুলেছো তোমরা ইতিহাস কত কঠোর জুলুমের,
আল কুরআনে পড়ে দেখো পরিণতি কি লাহাবের?
এতো যে মেরেছে পাষাণ চিত্তে মঙ্গোল বাহিনী,
সার্বিয়াদের গণহত্যার কথা আজো ভুলিনি।
প্রবল প্রতাপ এতো তবু তারা হয়েছে কপোকাত,
প্রভুর বিচারে পুড়েছে তাদের দুনিয়া আখেরাত।
মুসলিমে যতো করিবে জুলুম নিজেরি হবে ক্ষতি,
রাজার আসন সকলি হারাবে ললাটে দুর্গতি।