বৈশাখ আসে আনন্দে ধরনীর বুকে,
বৈশাখ ঝড়েই সবে কাঁদে অতি দুখে;
তৃষার্ত ধরার বুকে নামে বর্ষা ধারা,
নদীর দু’কূল ভাঙে যেন বাঁধ হারা।
প্রবল নিষ্ঠুরতায় কূল ভাঙে যার,
ফের অপরূপা সাজে খুশিতেই তার;
সুন্দরী শরত মত্ত মন ভুলাবার;
কার্তিকে কৃষক প্রাণে খুশীর জোয়ার।
কৃষকের মন ভরে নবান্ন আমেজে,
দিন শেষে বঁধু সব সাজে নব সাজে;
ভর শীতে কাঁপে ধরা পৌষ আর মাঘে
আসে বসন্ত ধরায় হৃদে প্রেম জাগে।
প্রকৃতির নিয়মেই প্রকৃতির খেলা,
ঊষায় ওঠে সুরুজ ডুবে সন্ধা বেলা।