ভাসা ভাসা পানি……
যেনো ষোড়শী বালিকা বঁধুর উত্তাল হৃদয়ের ঢেউ
পারে একা, বিমুগ্ধ নয়ানে দ্যাখছি প্রিয় ব্রহ্মপুত্র-
নদের নব যৌবনের আনন্দ উদ্বেল।
রূপালি নদীর বুক চিড়ে প্রেমোলীলায় মত্ত -
ঘনকৃষ্ণ শুশুকের দল,কিশোর কিশোরী ডুবসাঁতারে প্রমত্ত রয় প্রাণের আনন্দ উচ্ছাসে,সারসের ডানায় ঝলমলে রোদের ঝিলিক,একঝাঁক পাতিহাঁস অদূরে
খেলায় নিমগ্ন,মাঝ নদী হতে ভেসে আসা ব্যকুল
করা মাঝির কণ্ঠস্বর মোহিত করে মন প্রাণ…
মন মাঝি তোর বৈঠা নে'রে
আমি আর বাইতে পারলামনা!!!