পথহারা পথিকরে ভাই
পথ খুঁজে নাহি পাই,
অতি চেনা জগৎ মাঝে
নিজ'কে খুঁজে বেড়াই"
নিত্য মরি নিত্য জাগি
আবার নোয়াই মাথা,
স্বর্গ মর্ত্য পাতালপুরী
কিসের উপর গাঁথা।
এক নিমিষে ঘুরে আসি
দৃষ্টিনন্দন রোশনাই,
মনের সুখে বিলীন যবে
কেনো জাগনা পাই।
পথের পথিক একলা চলি
ভাবনা দিবা রাতি,
কে হবে যে আখের বেলার
বেঘোর দিনের সাথি।