পরকিয়া মন্দ জানি
তবুও যে খুব মধুর,
কতো যে তার লুকোচুরি
ছলনাতেও খুব চতুর।
আপন জনকে দিতে ধোঁকা
সাজায় কত কারসাজি,
মিথ্যে কথার ফুলঝুরিতেই
চলছে ওদের প্রেম বাজি।
বয়স ভুলে যায়'রে ওরা
দেয়'গো ছেড়ে লোকলাজ,
পরকিয়ায় পড়ছে যারাই
নির্বোধের ন্যায় করে কাজ।
কিশোর বয়স আসে ফিরে
এই প্রেমের-ই ছোঁয়াতে,
মন্দ জেনেও বিভোর হৃদয়
এই না পরকিয়াতে।