সকল ভুলে যাওয়ার ভীরে একদিন
নিশ্চয়ই কারো কারো দৃষ্টিগোচর হবে
আমারি জীবন খাতা
থাকবো না যবে ধরণীর তটে
করিবে সে আবিষ্কার আমায় নতুনের মতো করে
গভীরতায় পড়িবে আমায় প্রফুল্লচিত্তে
অথবা বাজাবে বেণু আমারি বিরহ গাঁথা সুরে
একাকীত্বের দহনে পুড়তে থাকা বিরহিনীর-
প্রাণেও লাগিবে ছন্দদোলা আমারি সুরের মূর্ছনায়
আনমনে কেহ উঠিবে গেয়ে আমারি গেয় সঙ্গীত
কম্পিত বঁধুর কল্পিত বাসরে বাজিবে আমারি প্রণয় গীত
দূর আকাশের পানে চেয়ে অনিমিখ
হয়তো খুঁজিবে কেহ আমারি অতৃপ্ত কামনার প্রস্রবন
হয়তোবা কারো ঝরিবে আঁখি নীর আমারি বিরহে
দারুণ তিয়াসে পুড়িবে অন্তর কারো আমারি শূন্যতায়
নিশ্চিত জেনো সেই ক্ষণে এই আামকেই
অনুকম্পা নয় গভীর মমতায় বাঁধিবে আমায়
অতি পাষাণও সেইদিন দিবে ঠাঁই হৃদয়ের মনিকোঠায়