সভ্যতা আর উন্নয়নের নামে চলছ বেধুম বড়াই,
দেখি মুখোশের আড়ালে আদিমত্তার রকমফের;
বুজরুকি আর প্রহসন তামাশা চলছে হরহামেশাই,
ঢাকা পড়ে ন্যায় চলে রাজ শঠতা আর জুলুমের।

বদলায় মানুষ জীবনের তাগিদে হয়না বদল মন,
পশুত্ব অন্তরে লুকায়ে বাহিরে সাজে সাধুতার সং;
সুযোগ বুঝে ঘৃণিত লালসায় বিপথে ফেলে চরণ,
ওরাই আবার সমাজ প্রণেতা কথা কাজে কত ঢং।

আশান্বিত মানুষ আমরা পড়েছি ফাঁদে ওদের,
এ বলে ও বলে বড় সাধু আমি কোন চিন্তা নাই;
প্রতিশ্রুতির তালিকাই পেলাম ফল হলোনা এর,
অতি বিশ্বাস আর সরলতায় সব হারালাম তাই।