জানি ওগো জানি তুমি
আসবে না কভূ ফিরে,
একাকিত্বই হলো সাথি
চির জনমের তরে।
নির্ঘুম নিশির তীব্র বেদন
সয়েছি কতো শত,
কতো জনম চেয়েছি খুব
শুকাতে হৃদের ক্ষত।
দগদগে ঘা ব্যাথা টনটন
আজো যাতনা বাড়ায়,
বাহির শুষ্ক ভেতর কাঁচা
জ্বলন সতত পোড়ায়।
করবো না আর দাবী কোন
হোক না প্রেমের সমাধি,
জানবে না কোনদিন তুমি
কি বিরহে যাই কাঁদি।