অচির জীবনে কভু স্থায়ী নহে কিছু,
তবু ছুটে মন সদা মোহমায়া ভোগে;
গড়িছে প্রাণ স্বার্থের হন্যে হয়ে পিছু,
পাপাচার হৃদয়েতে বাসা বাঁধে রোগে।
জনমের লোভ যত লোভাতুর হৃদে,
অন্যের অনিষ্ট সদা করিছে সজ্ঞানে;
গরীরের গ্রাস কেড়ে মেটায় যে খিদে,
আখেরে অশান্তি তার সুখ নেই প্রাণে।
পরকালে যার মনে নেই ভীতি আর,
দুনিয়াতে করে রাজ খুশির বাহার;
ভ্রষ্টতা জীবনে যার কাজ-কারবার,
পাষাণ অন্তর তার জীবনে আঁধার।
পথের দিশা পাবে কি সেই ভ্রষ্ট জন?
অন্যের মন ভাঙিলো যিনি অকারণ।