হতেই পারে মর্জি কারোর সকল নিয়ম ভাঙার,
তা বলে কেউ মুছতে পারে কী বিধান বিধাতার;
বুকের পাটা দেখাস কাকে,
আল্লাহ বিনে কী বল থাকে;
যতোই দ্যাখাস ইচ্ছেমতো তাঁর ভূমে অধিকার;
তা বলে তুই মুছতে পারবি কী বিধান বিধাতার?
গায়ের জোরে করছিস জুলুম অভব্য দখলদার,
বীর বাহাদুর দ্যাখলাম কতোই উন্মত্ত ক্ষমতার;
তোর সে জলুম তোরই বুঝা,
অবৈধ রাজ খুব কী সোজা?
দাম্ভিকতা জুলুমবাজি কর্ না তুই অনাচার,
তা বলে তুই মুছতে পারবি কী বিধান বিধাতার?
এই জমিনে তাঁর প্রাধান্য তোর কিসের অধিকার,
ফেরাউন ও নমরুদ ছিলো পায়নি পতন রুখবার;
জেনেও যদি না হয় তোর হুঁশ,
কথায় কথায় করিস'রে ফোঁস;
ভাবতে পারিস অসৎ পথে করবি রাজ দুনিয়ার,
তা বলে তুই মুছতে পারবি কী বিধান বিধাতার?