অভাবের ভয়াবহতা সেই বুঝে
যার সন্তানের নুন্যতম চাহিদা দূরে থাক
রোগে ওষুধ কেনার আতঙ্কেও কাটে প্রতিটা প্রহর!

উপার্জনের অধিক ব্যয় বেড়ে যাওয়ার কষ্ট সেই বুঝে
সাঁতার না জেনেই যে হতভাগা পড়েছে অথই জলে!

কষ্টটা আরও তীব্র হয়ে বুকে বিঁধে
সন চাইতে কাছের বন্ধুটিও যখন করুণার-
দৃষ্টি নিয়ে তাকাবার দুঃসাহস দেখায় হরহামেশাই!!!