এ গ্রহের নয় তারা জাতে যেন অন্য
মানুযের অবয়বে দেখি কতো বন্য।
রঙে ঢঙে একাকার পোষাকে বাহারি
যায় না'ক বুঝা আর নর কেবা নারী।
আধুনিকতার নামে অনার্য কর্ষণ,
অশালীন পোশাকেতে সাজিছে নন্দন।
ছেলে সেজে ছেলেদের সাথে চলে বেশ,
দিন নেই রাত নেই নষ্টামি অশেষ।
যায় না'কো কিছু বলা ওরা যে স্বাধীন,
নিমিষেই যায় ভুলে সমাজের ঋণ।
প্রাপ্ত বয়ষ্ক দাবীতে ওরা তো সোচ্চার,
মানে না শাসন পাশে আছে সরকার।
সমাজ বিপথে তবু সবে নির্বিকার,
আঠারো পূর্ণতা পেলে নিজ অধিকার।