ক্ষমতার তিয়াসা যে বড় হানিকর,
এই বোধোদয় যার আসেনা'ক মনে;
বিপথে চালিত সেই হৃদয় পাথর,
সদা অসৎ সখ্যতা লভে ভ্রষ্ট জনে।

নির্দয় পাষাণ প্রাণে দমন নিমিত্তে,
শাসনের রক্তচক্ষু রাখে চারদিকে;
শোষণে আপন ঘর ভরে নেয় বিত্তে,
মানবতার নাম টি তুলে রাখে শিকে।

জবানে মিষ্ট বচন হৃদে প্রতারনা,
কুচক্রীর দল সবে মিলে এক স্বরে;
অবাঞ্ছিত ঝড়ে কভু আসিলে যাতনা
মিথ্যার বাহানা খুঁজে বাঁচিবার তরে।

অধিকন্তু লোভ যার র'বে ক্ষমতায়,
অন্ধত্বের দাস হয়ে ভুগে হতাশায়।