দ্যাখা হয়েছিলো
কোন এক কাব্য বাসরে
কবি সকলের চলছে কবিতা পাঠ
মন ছুঁয়ে যাওয়া কথামালা আর সুর ঝংকার
শব্দ বাক্যে করছে মোহিত কবিতা প্রেমীর মন
হঠাৎই এলো কোন একজন নয়'তো সে কোন কবি
তবু এসেছিলো শুধু কবিতাকে নিরন্তর ভালোবেসেই
লক্ষ চোখের ভীরে এক জোড়া তীক্ষ্ণ আঁখির চাওয়া
স্তব্ধ হলাম মুহুর্তের মায়াজালে
চঞ্চলা হরিণীর মতো ছুটে চলা এক ষোড়শী বালিকা
নিমিষেই কেড়ে নিলো মন
মাইক্রোফোনটা তখন আমার হাতে
থমকে গেলাম মায়াবিনী ঐ রূপের ঝলকে
বেমালুম ভুলে গেলাম কবিতার পঙ্ক্তি
কেবলি তখন উঠছি হাঁপিয়ে
নিমিষেই হারালাম তার নয়ন গাঙের গহীন অতলে
অজান্তেই বলেছিলাম অস্ফুট স্বরে
কে গো তুমি এলে অচেনা মায়াবী কাড়িতে এ মন
জেনে নিও ওগো আজি হতে তুমি হলে প্রাণের আপন