আমাকে আজ এতই ভয়?
কেন তবে নির্ভার চিত্তে খুঁজেছিলে এ বুকে আশ্রয়?
কোনদিন ছাড়বেনা বলে ধরেছিলে হাত শক্ত করে
কেন বাঁশরীর টানে বারবার ছুটে আসা ভগ্ন নদীর তীর
এর সবই কী ছিলো শুধুই অভিনয়?
এক আকাশ দূরত্ব কেন অকারণ?
কোন সে অভিমানের তোড়ে নিজেকে গুটিয়ে নেয়া
চঞ্চলা প্রাণের অকস্মাৎ নীরবতার অতলে ডুবে থাকা
যেন অজানা প্রশ্ন বানের ভয়ে আঁখিদুটি শঙ্কিত,দ্বিধান্বিত
বড়ই বিব্রত,ব্যথিত হই কেন এই অচেনা আচরণ?