রবে সুখে সেই আশা ছিল মনে পোষা,
হারাতে কভু চাই'নি তবু ছিলে রোষা।
বুঝিনি কেনো অমন হলো যে বদল,
যত্ন করে দিলে ব্যথা হৃদের অতল।
ডেকেছি তোমায় কত 'দিলেনা'ক সারা,
ভাবোনি কেমনে র'ব হয়ে তুমি হারা,
ভাঙিলে হৃদয় খানি কাঁচের মতোন,
ভাবি একা এলো বুঝি প্রেমের পতন।
মনেই যদি'গো পড়ে এই আমাকেই,
কেন তবে ভেবে নাও আমি পাশে নেই।
দূর পরবাসে গিয়ে সুখ খোঁজে ছিলে,
একা থেকে বুঝে নিলে সুখ কিসে মিলে।
এলে তুমি অবশেষে সব কিছু ফেলে,
আজো আছে সব ঠিক দেখ আঁখি মেলে।