অন্তরে যাহার নাই আল্লাহর ভয়,
ভুবনে সে মহাপাপী জানিবে নিশ্চয়।
আল্লাহর অবাধ্যতা নিত্য কর্ম যার,
আখেরে ললাটে তার রবে তিরস্কার।

পাপিষ্ঠ কর্মে যে জন রয় অবিচল,
ইহকাল পরকাল সকলি বিকল।
যৌবন উত্তাপে গড়ে পাপের সখ্যতা  
নিস্তেজ হবে নিশ্চিত রুধির তপ্ততা।

নিমিষেই হবে ক্ষয় অর্জিত সকল,
বিধাতার রোষে টিকে আছে কার বল?
বিলাসের অট্টালিকা চূর্ণ সহসায়,
ক্ষমতার দাম্ভিকতা লুটাবে ধুলায়।

পরিশেষে ফল ভোগে বৃথা অনুতাপ,
অনন্ত শাস্তি ভোগিবে বিফলে বিলাপ।