ভাসে কার মুখ মনের দর্পণে খুব
আয়নায় নেই স্বচ্ছতা সেই পড়িছে ঢাকা ধুলিতে,
আবছা আবছা ভাসে,
হারায় আবার গহীন আঁধার তলে
কয় না সে কথা,শুধু রয়ে যায় চুপ।

আঁখি দূটি ছলছল
ভাসায় দু'কূল,নয়ন নদীর খেলা
নয়নে হারাই,খুঁজি নয়নেই,লুকায় নয়ন মাঝে
ভাঙে নিরবতা সব,জলে খায় দোল,
জল আয়নায়,দেখি কোন মুখ,অস্থির আঁখি কার
ডাকে ইশারায় ঝাপসা বদনে,সে কি হৃদয়ের ভুল?