দূর বনে শুনি অই বিরহীর সুর,
গভীর নিশীথে তান বিরহ-বিধুর ;
নয়'তো এ সুর যেনো অঝোর কাঁদন;
আঁখিপাতে নামে যেন দুঃসহ শ্রাবণ।
কোন বিবাগী এমন ঘোর নিশি রাতে',
কাঁদে সুর তুলে, ঘুম নেই আঁখিপাতে;
চঞ্চলার প্রাণে যেন উঠিলো আম্ফান;
বিরহিত গীত যেনো বিষ মাখা বাণ।
ফুকারি উঠে পরান প্রেমো তাড়নায়,
তার বিরহে অন্তর পুড়ে যাতনায়;
নাই দ্যাখা সাথে তার দূর হতে ডাকে;
নিশিচোর আসে দোর নয়নেতে রাখে।
প্রেম জাগে হৃদ মাঝে কোথা তারে পাই
নয়নে রাখি যে তারে নয়নে হারাই।