কে বলেছে জীবন নয় পরাহত?
তা বলে কোন বিয়োগে থেমেছে জীবন কবে কার?
আগুনে লোহা পুড়ে তবেই তা হয় হাতিয়ার।

পেরেছো কী করতে পরাভূত?
কমতি কী রেখেছো প্রচেষ্টা কোন?
দমাতে কণ্ঠস্বর করেছো অনৈতিক অবিচার
সত্যিকারের বীর যিনি হয় কী মরণ তার?

সত্য ন্যায়ের পৌরুষ মৃত্যুতেও নয় ওরা পরাভূত।