কথায় কথায় ছুঁড়ছে গুলি
বলছে রাজাকার,
এই জন্যে কী জীবন গেলো
লক্ষাধিক যোদ্ধার।।
স্বপ্ন ছিলো ওদের বুকে
গড়বে স্বাধীন দেশ,
চলবেনা আর একটি বুলেট
থাকবে সুখে বেশ।।
সেই দেশে আজ ন্যায্য বলার
নেই'কো অধিকার…
এই জন্যে কী জীবন গেলো
লক্ষাধিক যোদ্ধার।
মুক্তিকামী ও শহীদান
চোখটি খোলো আজ,
তোমার দেশে পরছে ওরা
বর্বরতার সাজ।।
স্বাধীন দেশে গোলাবৃষ্টি
নয় কী এ লজ্জার?
এই জন্যে কী জীবন গেলো
লক্ষাধিক যোদ্ধার।
১৭-০৭-২০২৪
রোজ মঙ্গলবার