খরস্রোতা পদ্মা নদী নিস্তেজ কেনো'রে,
তোর স্রোতের প্রতাপ কোথায় গেলো'রে।
বাঁধ না মানা স্বভাব বন্দী কেন আজি?
স্বকীয়তা বিসর্জনে বড্ড হলি পাজি।

জল বিনে দুই কূলে কতো হাহাকার,
কষ্ট জানিস তবুও দিব্যি নির্বিকার।
কোন সে পাষাণে হলি পাষাণ এমন,
অন্ধত্ব করে গ্রহণ বুঝলি না মন।

নিথর সেজে যাচ্ছিস গাঁ ভাসিয়ে বড়,
স্রোতস্বিনী নোস্ হলি সত্যিকার জড়।
সৃষ্টি তোর কোন হেতু ভুলিলি সে পথ,
স্মরণে রাখিস তুই জন্মের শপথ।

তৃষিত জনে যদি বা নাই পায় জল,
নদী নামে গর্ব তোর সকলি বিফল।