শুনেছো কী কেউ?
ঝড় কে ফিরিয়ে দেয়া যায়!
আসবেই এটা নিয়তির খেল…
খুঁজো না এমন প্রবঞ্চনার আশ্রয়,
হয় না কদাপি বন্ধুত্ব নারী পুরুষে-
নির্ঘাত প্রেম আর কামুকতা ছাড়া!
প্রেম এমনই,
রয় না আবদ্ধ বন্ধুত্বের ডোরে
হলেও অসম বয়স তবুও অধীর
কামনার জলে হাবুডুবু খায় অনন্ত প্রেম…
বেস্ট ফ্রেন্ড এর দোহাই
নয় কী ছলনা?কেন তবে এতো আকর্ষণ?
যত সব মন ভুলানো বাক্য পাঠ
মানছিনা ঐ বুজরুকি কথা তোর
এবার'তো থাম "নো বেস্ট ফ্রেন্ড"
মিথ্যার ফাঁকে চলে উদ্দাম লীলা আর ……