কবেই মরেছে প্রত্যাশা সকলি
অজানিতে মুকুলেই ঝরে পড়ে কতশত ফুল,
ভেঙে যদি যায় যাক হৃদয় গাঙের কূল-
রঙিন বসন্তের ঐ-টকুন আক্ষেপ সে আমারি ভুল!

ভুল সবই ভুল!শুধু একটি দীর্ঘ রাত-
তোমায় দিলাম উপহার নিঃসীম নির্ভুল।