হাতে রেখে হাত হয় না আর দ্যাখা-
জ্যোৎস্না মাখা রজনীর ঝলমলে বালুতট,
ধবধবে সফেন বুকে ভাসে না আর স্বপ্ন তরী।
ত্রপিতা তরুণীর সুরম্য বদন
বিরহিত প্রাণে আজো জাগায় শিহরণ,
শেষ বিকেলের নদীর ধারে সেই যে হলো ছাড়াছাড়ি!
মাঝে হলো যে গত
মন ভাঙা স্বপ্ন কত,
তাই'তো ঐ নদীর সাথে রয়েই গেলো জনমের আড়ি।
কত জনাই নিলো এই নদী পাড়ি
দূর গাঁয়ের নাও বাঁধা সারি সারি,
হতাশার চোখ আজো খুঁজে ফিরে প্রিয়তীর মুখ!
দুরুদুরু বুক
হৃদয়ে অসুখ,
নিষ্ফলাই রয়ে গেল যে হায় ব্যথিতের যত আহাজারি।