বোঝেনা ওরা নির্বোধ চির বোবা কালা,
নৈতিকতা মরলো কি বেঁচে গেলো তার;
ভ্রুক্ষেপ নেই তাদের নেই কোন জ্বালা,
দ্যাখেনা কারে মেরে কে হলো জমিদার।
দমন পীড়ন নীতি দ্যাখে বেশুমার.
নির্বিকার রয় সদা নেই বোধোদয় ;
কোন বিদ্বেষে পুড়ায় কোথা ঘর কার,
নেই যে অনুশোচনা হলো কতো ক্ষয়।
আমি'তো সুস্থ মানুষ আছে অনুভূতি,
চোখ বন্ধ রাখিলেও শুনি আহাজারি;
দুস্থ করে আর্তনাদ ভারী হয় ক্ষিতি,
বুক ফাটে দ্যাখে ওই দুঃখ সারি সারি।
নির্বোধ যদি হতাম হতো ভালো বেশ
হতো না যে প্রতিবাদ সুখী হতো দেশ।