নিমিষেই নিলি সব কিছু কাড়ি রাখলি না আর বাকী,
জানলি না তুই হারায়ে সকলি কেমনে এখন থাকি!
মন'টা অবুঝ তবু করে খোঁজ ;
কোথায় যে তুই হইলি নিখোঁজ ;
বলবি আমায় কোন দোষে আজ দিলি'রে এমন ফাঁকি,
জানলি না তুই হারায়ে সকলি কেমনে এখন থাকি!
মন জানে সই নেই কাছে তুই দিবানিশি তবু ডাকি,
আসবি'রে তুই এমন খবর দেয়'রে ভোরের পাখি,
চমকিয়া উঠি তোর-ই তিয়াসে;
পাই যদি দ্যাখা জাগি সে আশে;
স্বপন ভাঙিয়া দেখলাম চেয়ে আবার নতুন ফাঁকি,
জানলি না তুই হারায়ে সকলি কেমনে এখন থাকি!
চোখের আড়াল করবি যদিই পরালি কেন এ রাখি
ভীষণ জ্বলন বিরহ দহন কেমনে তাহারে ঢাকি
জমলো আঁধার হৃদয় আকাশে;
আশার তরণী ডুবলো হুতাশে ;
তোর-ই বিরহে অন্তর কাঁদে নিভৃতে ঝরে আঁখি,
জানলি না তুই হারায়ে সকলি কেমনে এখন থাকি!