অনেক হয়েছে ওগো মিছেমিছি খেলা
থাকবো এবার নিজের মতোই করে,
কাটুক যেমনি এই জীবনের নীরস গোধূলি বেলা।।

হারিয়েছি ঢের জীবনে আমার তাই
আলেয়ার কাছে কোন প্রত্যাশা নাই।।
আশার তপন ডুবলো যে হায় ভাঙলো মিলন মেলা…

কাটুক যেমনি জীবনের এই নীরস গোধূলি বেলা…

জীবন যাতনা ছোঁয় না আমায় আর
সুখ প্রাপ্তির আশা কে দিয়েছি ছাড়
জীবন যতনা ছোঁয় না আমায় আর……

পাথুরে হৃদয় হয়েছে পাষাণ তাই
হাজারো আঘাতে ব্যথা নাহি পাই।।
কে এলো- এলো না, ভাবি না কে করে হেলা…

কাটুক যেমনি জীবনের এই নীরস গোধূলি বেলা…

অনেক হয়েছে ওগো মিছেমিছি খেলা
থাকবো এবার নিজের মতোই করে,
কাটুক যেমনি জীবনের এই নীরস গোধূলি বেলা।।