সময়ের বাঘ আমরা সবাই
সুযোগে হই বেশ বড়,
সিংহ মামা থাকলে পিছে
হতে পারি খুব খর।

দেখলে ডাণ্ডা গোলামের পা
নিলাজের ন্যায় ধরি খুব,
স্বার্থের জন্যে এই আমরাই
লাথি খেয়েও থাকি চুপ।

দেশের ভাবনা ভাবার সময়
নাই'ক হাতে একরতি,
নিজের আখের নেই গুছিয়ে
ভাবিনা হয় কার ক্ষতি।

পড়লে ফাঁদে তখন যাচি
মানবতার দয়া ভিক,
পরের ক্ষতি করার সময়
খুব তো ভাবি আমিই ঠিক।

ক্ষমতার পা খুব যে মধু
চাটতে লাগে চমৎকার,
কেউ কী ভাবি দিনের শেষে
জুটবে ভাগ্যে তিরস্কার।