ঘুম নেই শুধু যেনো কবির দু'চোখে,
শব্দের ফেরিওয়ালা আঁধার নিশীর,
কখনো জাগে বিরহে প্রিয়হারা দুখে
ব্যথীর ব্যথায় কভু ঝরে অশ্রুনীর।
কখনো কাতর হৃদ দ্যাখে নির্মমতা
মনুষ্য রূপি পশুর যতো কঠোরতা,
কবি নির্ঘুম ভাবনা তার মানবতা
চারিদিকে দেখে শুধু উদ্দাম নগ্নতা।
কতো অসহায় প্রাণ কাঁদে যাতনায়
নিপিড়ীতে মন মাঝে কেটে যায় দাগ,
কবি মনে নাড়া দেয় সম বেদনায়
কবিরাই নেয় যেচে দুঃখ রাতি ভাগ।
পর ব্যথা কবি মনে সাধে নব গীত
ব্যথা ভরা কণ্ঠে তোলে বিরহ সঙ্গীত।