ক্লাসের সব চাইতে মিষ্টি মেয়েটি
যার চোরা চাহনি আমাকে আজো পোড়ায় অনুক্ষণ!
কারণে অকারণে আসতো ছুটে বারবার,
হাজারো অবজ্ঞা সয়েছে অকাতরে,অবলীলায়
আর ভিন্ন ভিন্ন বাহানা'র ছিলো কতো যে অজুহাত
এ কী শুধুই বাহানা ছিলো?না ছিলো আরও কিছু অন্য?

কিছুটা আন্দাজ করতে পারিনি তা কিন্তু নয়
অদ্ভুদ এক মায়াময় মুখখানি তার,চোখ সরানো ভার!
নিজেও লুকিয়ে লুকিয়ে দেখেছি লক্ষ কোটি বার
ও চোখের দারুণ তৃযায় নির্ঘুম কেটেছে কতো যে রাত!
তারপর হলো কতো বছর গত,প্রতীক্ষা অবিরত…

বহুকাল বাদে হলো দেখা
ভিন্ন পরিবেশে,সকল সীমাবদ্ধতার বাইরে
যেখানে আমারা দু'জন ব্যতিত সকলেই অপরিচিত
মনে হলো আজ অন্তত নিঃসঙ্কোচে কাটবে কিছুক্ষণ
কিন্তু কথা হলো খুবই কম,হতে পারে তা ইচ্ছে করেই যতোটুকু হলো তা কুশল বিনিময়ের নিয়ম রক্ষা মাত্র!

তবুও আজো তার একই রকম চাহনি,
ও চোখে দেখেছি সেই তৃষা,আত্মমর্যাদা,সেই অভিমান
তবে তাতে আজ আর প্রেমের ছিটেফোঁটাও নেই
এখন ও চোখে আমি যেনো শুধুই নির্বোধের প্রতিচ্ছবি!