নিন্দা যারাই করছে আমার সবাই ওরা মন্দ লোক,
সব চিবিয়ে চলছি ভালো তাতে ওদের রয়'যে খেদ;
জন্মে আমার তীব্র ক্ষিধে অন্যতে যে নাই'রে ঝোঁক,
নিন্দা যারাই করছে আমার সবাই ওরা মন্দ লোক,
অন্যের সুখে গাত্র জ্বলা হয়'রে ওদের ভীষণ শোক,
সাধ্য নাই'তো দাঁড়ায় রুখে দূরে থেকে দেখায় জেদ;
নিন্দা যারাই করছে আমার সবাই ওরা মন্দ লোক,
সব চিবিয়ে চলছি ভালো তাতে ওদের রয়'যে খেদ।