নিলাজ রাজার নাই'রে হায়া
পাঁচ কথায় কি যায় আসে,
লাজ শরমের নাই'রে বালাই
আপনা কথায় সে হাসে।
ভীমরতি ঘাড় বসছে চেপে
হিতাহিত জ্ঞান শূন্য তাই,
নির্বোধ কি আর বুঝতে পারে
আশার পাতে আসে ছাই।
বাঘ ভাল্লুকের হইলে রাজা
তার হাতে কি রয় কিছু,
মিথ্যা ছলের কারসাজিতে
ঘুরবে শুধু তাদের পিছু।
বনের প্রাণীর হইলে আসন
মান কি থাকে কোন আর?
আসবে এমন বেঘোর দিন যে
পথ পাবেনা পালাবার?
বাঘ ভাল্লুক কী হয়'রে নীতির
ধরতে তোকে হয় হায়া,
তোর বাঘেতেই ধরবে যেদিন
বুঝবে প্রাণের কি মায়া।