পুকুর চুরি চলছে হরদম
বলতে গেলে বেজার,
পরের তামাক টানতে পটু
চুপ থাকিলে মজার।
অনিয়মের চলছে রে ভাই
খুব জটিল মহড়া,
রাতের হোটেল জমায় ভারী
কামুকী অপ্সরা।
ন্যায় আসনে বসেও মশাই
ন্যায় থেকে রয় দূরে,
অন্যায়কারীর দোসর সেজে
গায় যে একই সুরে।
ভালোমন্দ সব একাকার
আসল মেকি ধাঁধা,
মিথ্যাচারের আধিক্যে আজ
ন্যায় শিকলে বাঁধা।