ওগো নারী-
হয় না তোমার তুলনা কদাপি
ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার তুমি একজন মাতা
তুচ্ছ করে আপন প্রাণ সন্তানে হও আলোর দিশারী।
ওগো নারী-
তুমি চির মমতার আধার
তুমি অপূর্ব সৃষ্টি বিধাতার
ভগ্নী রূপে তুমি যেন মমতাময়ী মায়ের ছায়া
আবার তুমিই সাজাও অন্যের বাগান পূর্ণ সংসারী।
ওগো নারী-
তুমি সন্ধ্যে বেলায় ঘরে ফেরার তাগিদ
ফুটফুটে কচি মুখে ভুবনমোহিনী নির্মল হাসি
তুমি প্রতিটা পিতার সম্মান ভালোবাসা আহ্লাদ ভারী।
ওগো নারী-
তোমার প্রেমে উন্মত্ত পুরুষ কুল
আঁধার কুটিরে তুমি দীপ্তিমান প্রভা
শ্রান্তিহীন তৃষার্ত কামনার বুকে তুমি আনন্দ সঞ্চারী।
ওগো নারী-
তোমাতে বিলীন জীবনের হাহুতাশ
চির চঞ্চলার প্রাণে তুমি প্রেমময়ী নিবিড় শীতলতা
ক্রোধান্বিত উদ্দাম পৌরুষের প্রাণে তুমি ক্রোধ সংহারী।