নাপাকে যার আদি নিবাস
নাপাক'ই যার বাহির দ্বার,
নাপাকেই মন মজে লীলায়
ক্যান তবে এই বাছবিচার।
নর্দমা সব যেই জলে নামে
শুদ্ধি শুচি সেই জলেই,
কামকেলিতে পরম তৃপ্তি
মনে মনে ভাব হলেই।
নাপাক'ই যার অন্তরে রয়
তার না কি তা ছোঁয়ার ভয়,
পাক নাপাকের বোধ নাই যার
নাপাকেই তার জনম ক্ষয়।
মনের শুদ্ধি নাই যার মনে
নাপাক তারে করে গ্রাস,
নাক ছিটকিয়ে লোক দেখিয়ে
নাপাকেই তার গোপন বাস।