ন্যায্যতা মোর দে ফিরায়ে নিজের মতোই বাঁচি,
চাইনা রে তোর রাজার গদি মাটি কামড়েই র'ব;
ভাঙেই যদি দুঃখের কপাল বলবো সুখেই আছি
ন্যায্যতা মোর দে ফিরায়ে নিজের মতোই বাঁচি।
মাটি- মানুষ সকল নিয়েই থাকবো কাছা-কাছি,
চাইনা কারোর রুষ্টতার রূপ সবার আশিশ ল'ব;
ন্যায্যতা মোর দে ফিরায়ে নিজের মতোই বাঁচি,
চাইনা রে তোর রাজার গদি মাটি কামড়েই র'ব।