বেণু বাজে মৃদু সুরে কেয়া বনে হায়!
গহীন নিশিথে শুনি ডাকে কে আমায়।
সুর'তো নয় যেন তা বিষ মাখা তির,
তারি তরে তবু মন রয় যে অধীর।

নির্ঘুম যামিনী কাটে জলে ভরে আঁখি,
বিবাগী হৃদয় তারে কী প্রকারে রাখি।
ঘরেতে রয় না মন ছুটে তারি ধারে,
সে বিহনে ভাসি যেন অকূল-পাথারে।

মনের দখল নিয়ে ওগো বাঁশরীয়া,
বাঁধিলে কোন পাষাণে তোমার ও হিয়া।
এসো এসো প্রাণ সখা থেকোনা'ক দূর
তপ্ত হৃদ তৃপ্ত করো বাড়িওনা ঘোর।

হৃদয়ে আজি পেতেছি যতনে আসন,
নাই যদি থাকো তবু ফেলো দু'চরণ।