বিজাতি সেনানীর চোখ মক্কার পানে
যারা বে-ঈমান চির দুশমন বিধাতার,
তার সাথে সখ্যতা বাড়াও দিনে দিনে
ক্যামনে করো দাবী সাচ্চা ঈমানদার।
তওহীদের ঝাণ্ডা হস্তে অন্তর দ্বিধান্বিত
একাত্মবাদ মুখেই তাঁবেদারি ক্ষমতার,
ঐক্যতার নামে জাতিকে কর কলঙ্কিত
তাওয়াক্কাল নাই'ক হৃদয়ে এক আল্লার।
অন্ধত্ব জনমের তরে পূজনীয় তাবেদার
মিথ্যাই তার ধর্ম ভীরুতা দোসর শয়তান,
পর কৃষ্টি অপসংস্কৃতির প্রভুত্ব হৃদে যার
নয় সে স্রষ্টার গোলাম পাক্কা নাফরমান।
ওহে বেহুঁশ আর কতো থাকবে বিভোর
ঘোচাতে আঁধার খোল ভাই মনের দোর।