আমি শুধু মুসাফির এই দুনিয়ার,
যাহা কিছু আছে তাহা নয়'ক আমার।
ধরাতে সম্পদ যতো হবে পরাধীন,
একান্ত আপন যাহা নিঃশেষে অচিন।
নিজেকে ভাবিনা কভু অন্য হতে সেরা,
উত্থান পতন সবি মায়া দিয়ে ঘেরা।
নিখিলে রাজাধিরাজ নিমিষে ফকির,
এ ভীতিতে চিরকাল থাকি যে অস্থির।
দুনিয়ার মোহ হতে চাই পরিত্রাণ,
মুক্তির সরণি প্রভু করো মোরে দান।
ক্ষণস্থায়ী জীবনের তুমি অধিপতি,
অধমেরে করো ক্ষমা দিয়ো না দুর্গতি।
তোমাকে মেনে এসেছি এই পৃথিবীতে,
তোমারি জিকির প্রভু রেখো স্মরণিতে।