মিছিলের হাঁক হাঁকিছে নয়া বিপ্লবী
দলে দলে ছুটিছে বেসামাল জনতার ঢল
দ্যাখছি কতশত ফেষ্টুন আর স্ব-স্ব পতাকার দল
মহা শূন্যে ছুঁড়িছে অগণিত হস্ত একযুগে
এইতো সময় সমাগত নয়া ক্ষেত্র বিপ্লবের
কেউ বা গলা ফাটাচ্ছে ভাতের দাবীতে আবার
কারো বজ্রনির্ঘোষ ধ্বনি বৈষম্য না মানার
প্রণয় আকাঙ্ক্ষা ভুলিছে আজ নব বর নব আহ্বানে
নামিছে রাজপথে তুলিছে হুংকার শোষকের বিপরীতে
মানিনা মানছিনা এই অভিলাষ
নিত্য পণ্যের উর্ধ্বগামীতা বন্ধ করো করতে হবে
ঘুচাতে হবে ধনী দরিদ্রের এই ব্যবধান
চাই না রক্তচক্ষু আর কারো
প্রাণ খুলে নির্বিঘ্নে বলতে চাই আমি আমার কথা
রাজপথ চাই মুক্ত
মাথার পরে খোলা আকাশ চাই উন্মুক্ত
হঠাৎ বিকট আওয়াজ শঙ্কিত ময়দান
বিসর্জনের উন্মত্ততায় প্রস্তুত নির্দয় ধরণী
অন্তরীক্ষের নীল নিমিষেই ঢেকে গেল কুৎসিত কালো'য়
নিরস্ত্র জনতার ছুটোছুটি দিগ্বিদিক
হায়! নিয়তি
বুলেটের ক্ষিপ্রতায় বিদীর্ণ হয়ে গেলো
কতো ঘরছাড়া যুবা কিম্বা নব যৌবনার বুক
পলকে বিচ্ছিন্ন মুক্তিকামী আর
বাদবাকি রইলো পড়ে নিথর দেহে
কেউবা সাঁতরায় রক্তগঙ্গায় বাঁচার নিমিত্তে
হায়! বিপ্লবী আগামীর তুমিও করলে হতাশ
ন্যায্যতার ঝাণ্ডা হাতে দাঁড়ালে না আর
তুমিও যোগ দিলে ঐ মৃত্যুর মিছিলে