টানতেই হইবে এ জীবন ঘানি
নিস্তার নেই কারও
জীবন যাতনা আরও
দুখের দহনে পুড়া জীবন তাই কী এত দামী
ঐ যে দক্ষিণ পাড়ার থুত্থুরে বুড়ো
তিন কূলে যার নাই কেউ
ক্ষুধা নিবারণ হেতু পথে নামে সেও
একথালা নুন ভাতের তরে সইতে হয় কত দুরুদুরু
একযুগের সংসার ছাই হলো হঠাৎ হারানোয় দৃষ্টি
অসহায় যুবক পথে পথে ঘুরে
মনোকষ্টে দুঃখ ফেরী করে
দুর্দিনে প্রেয়সীও হয় ত্যাগী কী নিদারুণ কৃষ্টি
ক্লেদাক্ত দেহে রয় পড়ে অন্ধ ভিখিরি কানু
আল্লাহ আল্লাহ বলে ডাকে
কলেমার স্তুতি গায় পথের বাঁকে বাঁকে
মাইক সম কন্ঠে চিল্লায় বাবা ভাই দাদু কিম্বা নানু
কত বোবা কালা ক্ষুধার তাড়নায় তড়পায়
কত বিকলাঙ্গ বাজার ঘাটে
একটি রুটির তরে গতর খাটে
রোগে শোকেও জীবন তাকে করেনি'ক ক্ষমা হায়
এ জীবন যন্ত্রনার সমাধান বলো কোথা পাই
দুর্বল অসহায় তারও নেই ক্ষমা
জন্ম ঋণের বুঝি অশেষ দুঃখ জমা
ভাবি বসে তাই মৃত্যু ছাড়া বুঝি মুক্তির পথ নাই