পড়ছে কী মনে? কত দিন হলো গত?
হারিয়ে যে গেলো কতো শত নিশিভোর,
নিঃসঙ্গতা কখন যে এসে মনের দেউল ঢুকে-
আচমকা টানে ফেললো বিরহ তীরে
তুমিও কী প্রিয় আমারি মতোন স্মৃতিময় দিনগুলি-
এক এক করে সব রাখছো গুনে?