আমার আছে মিষ্টি বিড়াল
মিউমিউ করে ডাকে,
অল্প কিছু পেলেই তাতে
চুপটি মেরে থাকে।
কোর্মা পোলাও নেই প্রয়োজন
মাছ ভাতেই ঢের খুশী,
বিছানা পাতি পরিপাটি
সভ্য সুন্দর শুচি।
একটুখানি রাগলে আমি
সে-ও ক্ষেপা ভীষণ,
খেতে দিলে খায় না সে যে
করতে হবে তোষণ।
আবার তারে মিষ্টি করে
ডাকলে বসে কোলে,
ভালোবাসায় আবদারে তার
গালটি যায়'রে ফোলে।
উৎঃসর্গ:-
(প্রিয় ছোট নাতনি "অর্পা' কে)